ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলা, আটক ১

বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলা

স্টাফ রিপোর্টার : বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা আনোয়ার হোসেন রানা ও হযরত আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরোধ থামাতে গেলে তাদের ওপর এই হামলা হয়।

এদের মধ্যে রানার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং হযরতকে বেদম মারধর করা হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের স্টেশন রোডে মিতালী পাম্পের দক্ষিণ-পশ্চিমপাশে বদ্ধভূমির অদূরে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন রানা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১নং সহ-সাধারণ সম্পাদক ও হযরত আলী নির্বাহী কমিটির সদস্য।

জানা গেছে, ওই এলাকায় নারিকেলের ব্যবসায়ীদের দোকান রয়েছে। এসব দোকানের সামনেই সিএনজিচালিত অটোরিকশা চালকরা তাদের স্ট্যান্ড করে সেখান থেকে যাত্রী উঠা-নামার কাজ করেন। দোকানের সামনে অটোরিকশা রাখা নিয়ে চালকদের সাথে এদিন বিকেলে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে দোকানদাররা তাদের মারতে গেলে চালকরা শ্রমিক নেতাদের মোবাইল ফোনে সেখানে ডেকে আনেন।

আরও পড়ুন

আহত হযরত আলী বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে আমি ও আনোয়ার হোসেন রানা ঘটনাস্থলে যাই। তখন নারিকেল ব্যবসায়ীসহ কয়েকজন বহিরাগতরা আমাদের সাথে তর্কাতর্কি শুরু করেন। এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা করেন। আমাকে কিল-ঘুষি, লাথি ও চড়-থাপ্পর মারে এবং আমার সাথে থাকা আনোয়ার হোসেন রানাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, নারিকেল ব্যবসায়ীদের সাথে অটোরিকশা চালকদের বাকবিতণ্ডায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা আহত হন। তবে তাদের অবস্থা আশঙ্কা মুক্ত। এ ঘটনায় রতন নামে এক নারকেল দোকানিকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল

সরকারের যে আপত্তিতে পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী 

খালেদা জিয়ার সঙ্গে আজ দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 

ডাকসু নির্বাচন : এজিএস পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ প্রার্থী, কৌশল নাকি অসন্তোষ?