জয়পুরহাটের ক্ষেতলালে এস্কেভেটর চাপায় যুবকের মৃত্যু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে মাটিকাটার এস্কেভেটর মেশিনে চাপা পড়ে মোশাররফ হোসেন (২৩) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা আটিগ্রাম এলাকায় কামারপাড়া আদর্শ গ্রামের পুকুর খননের সময়।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মরিচা গ্রামের আবু তালেবের ছেলে মোশারফ হোসেন ছোটবেলা থেকে ক্ষেতলাল উপজেলা দাশড়া ফকিরপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করে শ্রমিকের কাজ করে আসছিলেন। আটিগ্রাম কামারপাড়া আদর্শ গ্রামে সরকারি একটি পুকুর খননকালে এস্কেভেটর চাপা পড়ে আহত হন।
আরও পড়ুনপরে স্থানীয়রা তাকে উদ্ধার কর ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন