ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে গমের বাম্পার ফলন ভালো দামের প্রত্যাশা চাষিদের

পঞ্চগড়ের দেবীগঞ্জে গমের বাম্পার ফলন ভালো দামের প্রত্যাশা চাষিদের

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় গমের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ার প্রত্যাশা করছেন চাষিরা। গত রোববার সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি মাঠ ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ জুড়ে পাকা গমের সোনালি আভা। বাতাসে দুলছে শস্যের মাথা, যেন প্রকৃতির এক অপরূপ দৃশ্য।

চাষিদের কেউ গম কাটার প্রস্তুতি নিচ্ছেন, কেউ বা জমিতে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত। গম চাষিদের সাথে কথা বলে জানা যায়, নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গমের বীজ বপণ করা হয় এবং মার্চের শেষের দিকে গম কাটা শুরু হয়। গমে রোগবালাইয়ের আক্রমণ কম হয়। সেচ ও সার কম লাগে তাই উৎপাদন ব্যয়ও কম। আবাহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক পরিচর্যায় প্রতি বিঘায় ১২ থেকে ১৬ মণ পর্যন্ত গম উৎপাদিত হয়।

বাজারভেদে প্রতি মণ শুকনো গম ১ হাজার ৬শ’ টাকা থেকে শুরু করে ১ হাজার ৮শ’ টাকায় বিক্রি হয়। এদিকে ধানের চেয়ে তুলনামূলক গমের দাম ভালো এবং কম খরচে অধিক আয়ের লক্ষ্যে গম আবাদে ঝুঁকছেন এ এলাকার চাষিরা।

উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের প্রধান পাড়া এলাকার কৃষক হৃদয় প্রধান বলেন, এ বছর দেড় বিঘা জমিতে গম চাষ করেছি। কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়েছি, তাই খরচ কিছুটা কমেছে। ফলনও ভালো হয়েছে। আশা করছি, সব কিছু ঠিক থাকলে বাজারের বর্তমান দর অনুযায়ী ১৮ থেকে ২০ হাজার টাকা লাভ হবে।

আরও পড়ুন

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২০২৫ মৌসুমে দেবীগঞ্জ উপজেলায় মোট ৬৫০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। এবছর বারি গম- ৩০, বারি গম- ৩২ এবং বারি গম- ৩৩ এই তিন জাতের গম চাষ করা হয়েছে। এছাড়া গমের চাষ বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিস থেকে ৬শ’ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি বিভিন্ন জাতের ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ড্যাপ এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ বলেন,  মাঠ পর্যায়ে কৃষকদের উন্নতজাত ও প্রযুক্তি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা চলতি মৌসুমে ১৫ মণ পর্যন্ত ফলন পাবে বলে আশা করা যাচ্ছে। সেই সাথে বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফায়সালা: নাহিদ ইসলাম

 ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

বগুড়ার শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে টাক্টর-ট্রলির সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত  

দিনাজপুরের নবাবগঞ্জে বোরো ধান কাটা শুরু ব্যস্ততা বেড়েছে গৃহিণীদের

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার