ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন রোহিত

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন রোহিত, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পরই রোহিত শর্মার অবসর নিয়ে শুরু হয়েছিল গুঞ্জন। তবে সংবাদ সম্মেলনে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন ভারতীয় অধিনায়ক। পরিস্কার জানিয়ে দিয়েছেন, ওয়ানডে ফরম্যাট থেকে এখনই সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই তার।

রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের জয় নিশ্চিত করেন রোহিত। ম্যাচে ৮৩ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি। তার অসাধারণ নেতৃত্বে ৪ উইকেটে জয় পায় ভারত। ম্যাচসেরাও নির্বাচিত হন রোহিত। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে রোহিত বলেন, ‘আমি ওয়ানডে থেকে অবসর নিচ্ছি না। যেন কেউ ভুল না বোঝে বা গুজব না ছড়ায়, তাই পরিষ্কারভাবে বলছি-এমন কোনো সিদ্ধান্ত নেই।’

আরও পড়ুন

৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের আগামী ওয়ানডে বিশ্বকাপে বয়স হবে ৩৯। এমন বাস্তবতায় তার ফিটনেস ও দলীয় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, ট্রফি জেতার পর হয়তো অবসর নেবেন রোহিত। কিন্তু অধিনায়ক নিজেই তা নাকচ করে দিলেন। এই জয়ের মাধ্যমে রোহিত গড়েছেন অনন্য এক কীর্তি। তিনি একমাত্র অধিনায়ক, যিনি আইসিসি’র চারটি বড় টুর্নামেন্টে দলকে ফাইনালে তুলেছেন। এর মধ্যে দুটি ট্রফি জয়ও করেছেন-২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত বলেন, ‘এই দলের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। টানা চারটি বড় আসরে ফাইনাল খেলা আমাদের ধারাবাহিকতা ও সামর্থ্যের প্রমাণ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

সুষ্পষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান তারেক রহমানের

লোকে লোকারণ্য নয়াপল্টন, চলছে শ্রমিকদলের সমাবেশ

কুষ্টিয়ায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশন থেকে য়ুবকের মরদেহ উদ্ধার

 নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩