লোকে লোকারণ্য নয়াপল্টন, চলছে শ্রমিকদলের সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিভিন্ন বাণীতে ছেয়ে গেছে বিএনপির নয়াপল্টনস্থ কার্যালয় ও তার আশেপাশের এলাকা।
আজ বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দুপুর ২টা ৩০ মিনিটে শ্রমিক দলের সমাবেশ শুরু হয়।
সকাল থেকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হতে থাকে। নির্ধারিত সময়ের আগেই লোকে লোকারণ্য নয়াপল্টন এলাকা। নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায়। ফলে এসব একালায় কিছু সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। আর কিছু সড়কে যান চলাচল সীমিত হয় পড়ে। যার ফলে ছুটির দিন হওয়ার পর এসব এলাকায় বাসিন্দাদের কিছুটা বিপাকে পড়তে হয়।
আরও পড়ুনমন্তব্য করুন