ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে ‘ দলবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ২

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে ‘ দলবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় আশ্রয় দেওয়ার কথা বলে অন্তঃসত্ত্বা এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।

আজ রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

গত শনিবার (৮ মার্চ) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে তিনি দলবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ওই গৃহবধূর বাড়ি চাঁদপুর জেলায়। স্বামীর সঙ্গে অভিমান করে গতকাল বাড়ি থেকে লঞ্চে করে ঢাকার সদরঘাটে আসেন। সদরঘাট থেকে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় গেলে রাত হয়ে যায়। রাত আনুমানিক ১০টার দিকে দুই যুবকের সঙ্গে তার কথা হয়। তারা ওই নারীকে আশ্রয় দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে আরও দুজন আগে থেকেই ছিল।

আরও পড়ুন

ওসি আরও বলেন, তিনজন প্রথমে তাকে ধর্ষণ করে। আরেকজন ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয় এবং দুজনকে ধরে পুলিশে সোর্পদ করে। । বাকি দুজন পালিয়ে যায়।  

এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ওই গৃহবধূর দাবি, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা।

ঢামেক হাসপাতালের ওসিসি থেকে জানা যায়, ওই নারী এখানে থাকতে চাইছেন না, কান্নাকাটি করছেন। তার ফরেনসিক পরীক্ষা আজকে করা আর হয়নি। নিয়ম অনুযায়ী আগামীকাল করতে হবে। তবে তিনি ওসিসিতে থাকবেন না বলছেন বিধায় তাকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ

 একতরফা ভালোবেসে গায়ে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা