ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

ফরিদপুরে মাহিন্দ্রার নিচে চাপা পড়ে স্কুলছাত্র নিহত

ফরিদপুরে মাহিন্দ্রার নিচে চাপা পড়ে স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক:    ফরিদপুর সদরের কোমরপুর এলাকার মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মাহিন্দ্রা উল্টে নাফিজ মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ মোল্লা ফরিদপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাহিরদিয়া এলাকার বাসিন্দা সবজি ব্যবসায়ী জাহিদ মোল্লার ছেলে। নাফিজ কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাইয়ের মধ্যে নাফিজ বড়।

স্থানীয়রা জানান, নাফিজ পড়াশোনার পাশাপাশি সবজি ব্যবসায়ী বাবাকে সাহায্য করত। সবজি ব্যবসায়ী জাহিদ মোল্লার দোকান বাহিরদিয়া বাজারে। নাফিস ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজার থেকে পাইকারি দামে সবজি কিনে বাহিরদিয়া নিয়ে আসতো বাবার ব্যবসায় সহায়তা করার জন্য। আজ রোববার ভোরে একটি মাহিন্দ্রা করে নাফিস পাইকারি দামে সবজি কেনার জন্য ফরিদপুর শহরের হোলিপোর্ট বাজারে যাচ্ছিল। এ সময় সে মাহিন্দ্রার সামনে চালকের পাশে বসা ছিল। মাহিন্দ্রাটি মুসলিম মিশনের সামনে পৌঁছালে সড়কের উঁচুনিচুর কারণে মাহিন্দ্রাটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় নাফিস মাহিন্দ্রার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

আরও পড়ুন

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আহত নাফিসকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নাফিসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

আমের মৌসুমে ঘরেই তৈরি করুন ম্যাঙ্গো স্টিকি রাইস

মিডফোর্ড হাসপাতালের সামনে আলোচিত ঘটনার লম্বা মনির ও আলমগীর গ্রে ফ তা র | Daily Karatoa

ছেলের প’র’কী’য়া ঠেকাতে মা ফোন করে বিমানে বো মা: র‌্যাব | Daily Karatoa

'সুশীল সমাজ থাকা অবস্থায় বাংলাদেশ কীভাবে প্রস্তর যুগে ফিরে গেল?' | Inqilab Moncho | Daily Karatoa

সরকার কেন হত্যা নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের