ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরে মাহিন্দ্রার নিচে চাপা পড়ে স্কুলছাত্র নিহত

ফরিদপুরে মাহিন্দ্রার নিচে চাপা পড়ে স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক:    ফরিদপুর সদরের কোমরপুর এলাকার মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মাহিন্দ্রা উল্টে নাফিজ মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ মোল্লা ফরিদপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাহিরদিয়া এলাকার বাসিন্দা সবজি ব্যবসায়ী জাহিদ মোল্লার ছেলে। নাফিজ কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাইয়ের মধ্যে নাফিজ বড়।

স্থানীয়রা জানান, নাফিজ পড়াশোনার পাশাপাশি সবজি ব্যবসায়ী বাবাকে সাহায্য করত। সবজি ব্যবসায়ী জাহিদ মোল্লার দোকান বাহিরদিয়া বাজারে। নাফিস ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজার থেকে পাইকারি দামে সবজি কিনে বাহিরদিয়া নিয়ে আসতো বাবার ব্যবসায় সহায়তা করার জন্য। আজ রোববার ভোরে একটি মাহিন্দ্রা করে নাফিস পাইকারি দামে সবজি কেনার জন্য ফরিদপুর শহরের হোলিপোর্ট বাজারে যাচ্ছিল। এ সময় সে মাহিন্দ্রার সামনে চালকের পাশে বসা ছিল। মাহিন্দ্রাটি মুসলিম মিশনের সামনে পৌঁছালে সড়কের উঁচুনিচুর কারণে মাহিন্দ্রাটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় নাফিস মাহিন্দ্রার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

আরও পড়ুন

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আহত নাফিসকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নাফিসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন : আলোচনায় এগিয়ে যারা

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক