ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

বগুড়ায় ২১ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় ২১ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার। ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২১ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার সদস্যরা  পৃথক অভিযান চালিয়ে ওই পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ৪ মার্চ দুপুর পোনে ১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার সদস্যরা এই পৃথক অভিযান চালায় । এ সময় বগুড়া রেলওয়ে ষ্টেশন এর নতুন প্লাটফর্মের সামনে এবং শহরতলির ছোট বেলাইল নামক স্থানে অতিথি ফিলিং ষ্টেশনের সামনে পৃথক অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এছাড়া অভিযানকালে তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও কেনা-বেচার কাজে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিকশা, ৫টি মোবাইল ফোন, ৭টি সিম এবং ২১,৪৫০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার -দক্ষিণ বাড়ইপাড়ার বাহেজ আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৬), একই গ্রামের খতিবর রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৫), বগুড়ার কাহালু উপজেলার ছোটবাখরা গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে মোঃ শাহিন বাদশা (৪৮), লালমনিরহাটের ফুলগাছ ভারালদা বাজার এলাকার আশরাফ আলীর ছেলে মোঃ মামুনুর রশীদ মামুন (২৬) ও বগুড়া শহরের চকসূত্রাপুর হরিজন কলোনীর কানাইলাল বাসফোঁড়ের ছেলে ঝন্টু বাসফোঁড় (২০)।

আরও পড়ুন

র‌্য্যাব সূত্র আরও জানায়, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সিএনজি চালিত অটোরিকশাযোগে গাঁজা পরিবহন করে কেনা-বেচা করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

চাঁদপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভারতকে পাল্টা জবাব দেওয়ার ‘পূর্ণ স্বাধীনতা’ পেল পাকিস্তান সশস্ত্র বাহিনী

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামে নিজের নামে ইস্যুকৃত পিস্তল দিয়ে র‌্যাব অফিসারের আত্মহত্যা 

বাবার সঙ্গে ধান কেটে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল ছেলের