ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বগুড়ার শেরপুরে আ’লীগের অঙ্গ সংগঠনের তিন নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে আ’লীগের অঙ্গ সংগঠনের তিন নেতা গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-সুঘাট ইউনিয়নের ম্যাচকান্দি গ্রামের মৃত দারোগ আলীর ছেলে ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বেলাল হোসেন (৫৭), মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের সোবাহান শেখের ছেলে ও ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য ফারুক শেখ (৪০), গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের আব্দুল হামিদের ছেলে উপজেলা যুবলীগের সদস্য আহসান হাবীব সুজন (৩৯)।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ম্যাচকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে বেলালকে, রাত সোয়া ১টার দিকে মির্জাপুর বাজার এলাকা থেকে ফারুক ও রাত পৌণে ২টার দিকে মহিপুর স্কুল মাঠ থেকে সুজনকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার