ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

চাঁদপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলে সংঘর্ষে প্রাণ গেল ২ প্রবাসীর

চাঁদপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলে সংঘর্ষে প্রাণ গেল ২ প্রবাসীর

চাঁদপুর শহরের পুরান বাজারে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি দেওয়ান (১৭) ও মো. শাহিনুর রহমান নিলয় (২০) নামে ২ যুবক নিহত হয়েছে। তারা দুজনে নিকটাত্মীয় এবং ইতালি প্রবাসী। 

গতকাল সোমবার (৩ মার্চ) রাতে পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত অভি পুরান বাজারের মের্কাটিস রোডের বাসিন্দা আব্দুস সালামের ছেলে। নিলয় শরীয়তপুর জেলার মো. সেলিমের ছেলে।

অভির চাচাতো ভাই অ্যাডভোকেট অনিক দেওয়ান বলেন, নিলয় ও অভি মোটরসাইকেলে করে পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষে দুজনই গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অভির মৃত্যু হয়। আর প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হলে শহরের ওয়্যারলেস বাজার এলাকায় নিলয়ের মৃত্যু হয়।

আরও পড়ুন

অনিক দেওয়ান আরও জানান, তারা দুজনেই পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইতালি থেকে দেশে আসেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, চাঁদপুর শহরের পুরান বাজারে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি দেওয়ান (১৭) ও মো. শাহিনুর রহমান নিলয় (২০) নামে দুই কিশোর নিহত হয়েছে। ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। হেলপার ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ায় ভুট্টা চাষে নীরব বিপ্লব, প্রথমবার উৎপাদন ছাড়াবে ৫শ’ কোটি টাকা

নওগাঁর ধামইরহাটে লাম্পি ভাইরাসে আক্রান্ত গবাদিপশু, আতঙ্কিত কৃষক ও খামারিরা

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী