মুশফিক-মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নির্বাচকদের হাতে
_original_1741010525.jpg)
স্পোর্টস ডেস্ক: মুশফিক-মাহমুদুল্লাহর ভবিষ্যৎ নিয়ে মুখ খুলতে নারাজ বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তাদের দলে ভেড়ানোর ব্যপারটি সিলেকশন কমিটির কোর্টে ঠেলে দিলেন বিসিবির এই মুখপাত্র।
আজ (০৩.০৩.২০২৫) সোমবার ছিল বিসিবির ১৮তম বোর্ড মিটিং। যেখানে এই বিষয়টি নিয়েও হয়েছে আলোচনা। তবে বিসিবি তাদের নিয়ে ঠিক কোন পরিকল্পনায় এগোতে চায় তা খোলাসা করেননি নাজমুল আবেদিন ফাহিম।
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আসরে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি টাইগাররা। বৃষ্টিতে ভেসে যাওয়ায় সবশেষ ম্যাচ থেকে পেয়েছে ১ পয়েন্ট। আর টুর্নামেন্টটিতে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম। এক ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদও পাননি রানের দেখা। তাই এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের শেষ দেখছেন কেউ কেউ।
আরও পড়ুন
ফাহিম বলছিলেন, ‘খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলি— এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।’
ক্যারিয়ারের সায়াহ্নে দাড়িয়ে থাকা এই দুই ক্রিকেটার নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে ফাহিম বলেন, ‘আমি এই মুহূর্তে এটা নিয়ে কথা বলতে পারছি না।’
মন্তব্য করুন