ভিডিও সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক:   নারী শ্রমিকের আত্মহত্যার জেরে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকরা। এসময় তারা একটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।


সোমবার (৩ মার্চ) সকালে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে টায়ার ও কারখানার গাড়িতে আগুন দেন তারা। 

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মহানগরীর ভোগরা এলাকায় অবস্থিত প্যানারোমা এ্যাপারেলস লিমিটেড। গতকাল এই কারখানার একজন নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি জানাজানি হলে আজ (সোমবার) সকাল ৮টার দিকে ওই কারখানাটির শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ভোগরা বাইপাস এলাকার ঢাকা-ময়মনসিং মহাসড়ক অবরোধ করেন। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়কে টায়ার ও কারখানার সামনে থাকা মোটরসাইকেল ও গাড়ি মহাসড়কে এনে আগুন দেন তারা। 

আরও পড়ুন


গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, “গতকাল এক নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ রয়েছে, আমাদেরকেও দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ব্যক্তিগত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। ওই ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তারা কারখানার সামনে থাকা একটি গাড়ি সড়কে এনে আগুনে পুড়িয়ে দিয়েছেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় আ’লীগ নেতা শফিক শোন এ্যারেস্ট

বগুড়ার শাজাহানপুরে তালবীজ রোপনের কাজের উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার অবশেষে রংপুরের মিঠাপুকুরে বদলি

নিজেদের জমিতে প্রবেশাধিকার বঞ্চিত করার অভিযোগ করে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে হাইব্রিডে মিলছে না স্বাদ, ২৭ প্রজাতির আদি ধান বিলুপ্তির পথে

বগুড়া -৬ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ সোহেলের গণসংযোগ