ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

শরীয়তপুরে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে ২ ডাকাত নিহত 

শরীয়তপুরে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে ২ ডাকাত নিহত, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতের গুলিতে ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কীর্তিনাশা নদীর তেতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতদল হানা দিলে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। ডাকাতরা স্পিডবোটে করে পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা তাদের আটক করে। এসময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুঁড়লে আহত হন বেশ কয়েকজন। পরে ডাকাতদলের ৭ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া ডাকাতদের ছোড়া গুলিতে আহত দুজন সদর হাসপাতালে ভর্তি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে জানতে চাইলে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টাকালে ৭ জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে তাদের উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেতা মিশাকে মারধরের ভিডিও ভাইরাল  নিয়ে যা জানা গেল

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে চলছে শুনানি

ভারতে বন্দুকযুদ্ধে নিহত ১০

‘আলোচনার মাধ্যমে জবির সমস্যা দ্রুত সমাধান করা হবে’

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে সাম্যের মৃত্যুতে শোক দিবস

দাবি আদায়ে অনড় অবস্থানে সড়কে রাত কাটিয়েছেন জবি শিক্ষার্থীরা