শেখ হাসিনা মাত্র ২০ দিনের আন্দোলনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে : মান্না

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা ২০ দিনের আন্দোলনে ও দেড় হাজার মানুষের রক্তের বিনিময়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেখান থেকে এ দেশের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। ভালো কাজ করলে ভালো হবে আর মন্দ করলে শেখ হাসিনার মত হবে।
তিনি বলেন, প্রশাসন জনগণের সেবক অথচ বাংলাদেশের থানা পুলিশ এখনও কোন বিনিময় ছাড়া মামলা নেন না। ২১ শে ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জে শহিদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যর আহবায়ক শহিদুল ইসলাম বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হলো। তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ওসি মামলা নেয়নি। অথচ অপর একটি ঘটনায় নাগরিক ঐক্যর নামে মামলা নেওয়া হয়েছে। তিনি বলেন মামলা হলে দুটি হবে না হলে একটিও হবেনা।
আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না এই হুংকারের জবাবে তিনি বলেন আমার বাড়ি শিবগঞ্জ, তাই আমি শিবগঞ্জেই এসেছি। আমি যদি হুঙ্কার দেই তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে। তিনি আরো বলেন, শিবগঞ্জের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি বিএনপি দলীয় নেতাদের সঙ্গে বসে সমঝোতা করার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন দেশে সঠিক সময়ে নির্বাচন না হলে মার্শাল ল হবে। তখন মানুষের বাক স্বাধীনতা থাকবেনা। তাই সকলকে ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে এক হয়ে কাজ করতে হবে।
আরও পড়ুনআজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে শহিদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যর আয়োজনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। পৌর নাগরিক ঐক্যর সভাপতি রুহুল আমিনের পরিচালনায় ও তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যর সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, মাহবুব মোর্শেদ হীরা, অমিত হাসান,হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যর আহব্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আঃ রহমান, উপেজলা যুব ঐক্য সাধরন সম্পাদক রাশেদ মাহমুদ তুষার, সৈকত আহম্মেদ প্রমুখ।
মন্তব্য করুন