ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে নারীকে ছিনতাইকারিদের সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

সোনারগাঁয়ে নারীকে ছিনতাইকারিদের সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার দৈলেরবাগে ছিনতাইকারিদের হাতে  সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতেএ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে আটজনকে আসামি করে বুধবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন। প্রধান আসামি মো. সজিবকে গ্রেফতার করা হয়েছে। তিনি সজিব উপজেলার হাবিবপুর গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে।

মামলার অপর আসামিরা হলেন, মো. হাসান, মো. আকাশ, মো. অয়ন, ফরিদ ওরফে বোমা ফরিদ, সাকিব, সোহান ওরফে জঙ্গি সোহান ও সজিব।

আরও পড়ুন

মামলার এজাহার থেকে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ৪০ বছর বয়সী ভুক্তভোগী নারী বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তার দেবর কামাল হোসেনকে নিয়ে মদনপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখতে যান। পরে তার দেবর ও ওই নারী রাতে সিএনজি যোগে কৃষ্ণপুরা এলাকায় তার খালাতো ভাই ইমনের বাড়ি যাওয়ার জন্য বের হলে পথে রাত সাড়ে ১১টার দিকে চিলারবাগ এলাকায় সজিবের নেতৃত্বে আসামিরা তাদের বহনকারী সিএনজি গতিরোধ করে। একপর্যায়ে ভুক্তভোগীদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে দৈলেরবাগ এলাকার লাল মিয়ার পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে যায়। তাদের মারধর করে নগদ ১৬ হাজার টাকা ও নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়া শেষে অন্য আরেকটি কক্ষে ভুক্তভোগী ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া আদালতে আসামির ‘জয় বাংলা’ স্লোগান

যত দ্রুত সম্ভব আমরা বসে সমস্যার সমাধান করবো : উপদেষ্টা রিজওয়ানা

চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার খেলবে যারা

১৭ দেশের বাজার হারিয়েছে কাঁচাপাট, কমেছে রপ্তানি

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন ভেনেজুয়েলার

পিরিয়ডের সময়ে শরীরে হরমোনের পরিবর্তনের কারণে হয় মুড সুইং !