ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বস্তায় হাসিনার নামে স্লোগান থাকায় বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার

বস্তায় হাসিনার নামে স্লোগান থাকায় বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করে খাদ্য অধিদপ্তরে সংযুক্তি করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি তাকে জানান হয়।

‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা আগের বস্তায় চাল বিতরণ করার পর তাকে প্রত্যাহার করা হলো। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের এক প্রজ্ঞাপনে রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করা হয়।
জানা গেছে, সম্প্রতি শেখ হাসিনার নাম লেখা বস্তায় চাল বিতরণ করা নিয়ে এক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিষয়টি তদন্তের জন্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সারাদেশে কোনো ধরনের বিতর্কিত বস্তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ এ লেখাটি কালি দিয়ে মুছে দেওয়ার জন্য আগেই খাদ্য অধিদপ্তর নির্দেশনা দিয়েছিল। সে অনুযায়ী কালি দিয়ে মুছে চাল বিতরণ করা হয়েছে। এরমধ্যে যদি ভুলক্রমে দু-একটি বস্তা চলে যায়, এই বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষে দেখা কতটুকু সম্ভব বলে তারা প্রশ্ন রাখেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস