ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইসরায়েলে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু

ইসরায়েলে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বহু সংখ্যক ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বন্দিদের অধিকারবিষয়ক গ্রুপ 'প্যালেস্টানিয়ান প্রিজন সোসাইটি' এই তথ্য জানিয়েছে। নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। প্রিজন সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে গাজা ভূখণ্ডের ৩৮ বন্দি রয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুর তথ্য গোপন করার অভিযোগও করেছে সংস্থাটি। বন্দিবিষয়ক কমিশন সোমবার জানিয়েছে, গাজার বন্দি মুসাব হানি হানিয়াহ তেল আবিবের হেফাজতে মারা গেছেন। ৩৫ বছর বয়সি হানিয়াহকে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে ২০২৪ সালের ৩ মার্চ আটক করেছিল ইসরায়েলের সশস্ত্র বাহিনী। তার পরিবারের মতে, আটক হওয়ার আগে হানিয়াহ সর্ম্পূণ সুস্থ ছিলেন।

আরও পড়ুন

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ১৯৬৭ সালে পশ্চিম তীর এবং গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে ২৯৬ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। অন্তত ১০ হাজার ফিলিস্তিনি ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছে। এই পরিসংখ্যানে গাজা উপত্যকা থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি যাদের সংখ্যা কয়েক হাজার। খবর : আনাদোলু এজেন্সি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জনগণের রাজনীতি করে ক্ষমতার রাজনীতি করে না : ওবায়দুর রহমান চন্দন

হিলি স্থলবন্দর দিয়ে ভারতে জুস রপ্তানি

সিরাজগঞ্জের রায়গঞ্জের একমাত্র হাসপাতালের সামনের পাকা রাস্তার বেহাল দশা

৮ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দিনাজপুরের খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার