সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। মৃত্যু ব্যক্তি যুবলীগের একজন কর্মী বলে পরিবারের দাবি। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার নলছিড়া ইউনিয়নের মৃত শাহাজান আলী ব্যাপারীর ছেলে কামাল হোসেন চঞ্চল (৩২)। পরিবার সূত্রে জানা যায়, ঢাকা রায়ের বাজারের ভাড়া বাসা থেকে গত ২৩ ফেব্রুয়ারি রাতে ব্যবসার কাজে বাসা থেকে বের হয়। এরপর রাত ১০ টা পর্যন্ত ফোনে কথা হওয়ার পরে তিনি নিখোঁজ হয়।
এরপর তার লাশ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ি গ্রামের তালতলা ব্রিজের নিচে সন্ত্রাসীরা তার লাশ ফেলে রেখে চলে যায়। গত ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে রায়গঞ্জ থানা পুলিশ গ্রামবাসীর দেয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার পরিচয় নিশ্চিত করে লাশের ময়না তদন্ত করে।
আরও পড়ুনপরে স্বজনদের খবর দিলে এ ঘটনায় আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিহতর বড় আসাদুজ্জামান রঞ্জু বাদি হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। থানা পুলিশ মামলাটি দায়ের করে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে। এবিষয়ে মামলার তদন্তকারী অফিসার ইয়াছিন জানান, অজ্ঞাত নামা লাশের পরিচয় পাওয়া গেছে। এব্যাপারে তার ভাই একটি হত্যা মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন