ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

‘খ্যাতি সুন্দর একটি হাতব্যাগের মতো, খুবই ক্ষণস্থায়ী’ 

‘খ্যাতি সুন্দর একটি হাতব্যাগের মতো, খুবই ক্ষণস্থায়ী’ , ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। তার আরেক পরিচয় তিনি বরেণ্য অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকার কন্যা। ছোটবেলা থেকেই বাবা-মায়ের খ্যাতি এড়িয়ে চলার চেষ্টা করতেন। এজন্য অপরিচিতদের কাছে নিজের ভুয়া নাম বলতেন শ্রুতি।

কয়েক দিন আগে একটি নারী ক্রিকেট টুর্নামেন্টের মধ্যবর্তী অনুষ্ঠানে পারফর্ম করতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন শ্রুতি হাসান। তার ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘থ্রি’ সিনেমা খ্যাত এই অভিনেত্রী। শ্রুতি হাসান বলেন, আমার বাবা-মা (অভিনেতা কমল হাসান ও সারিকা) বিখ্যাত ব্যক্তিত্ব। এই পরিচয় আমার বিরুদ্ধাচরণ ছিল। এজন্য আমি ভুয়া নাম ব্যবহার করতাম। যাতে আমার বাবা-মায়ের খ্যাতির সঙ্গে আমাকে না জড়ায় এবং কেবল একজন মানুষ হিসেবে বিবেচনা করেন। খ্যাতিকে হাতব্যাগের সঙ্গে তুলনা করে শ্রুতি হাসান বলেন, খ্যাতি চিরস্থায়ী জিনিস না, এটি খুবই ক্ষণস্থায়ী। এটি একটি সুন্দর হাতব্যাগের মতো। আপনি যদি পাথর দিয়ে এটি পূর্ণ করেন, তবে আপনার কাঁধে ব্যথা করবে। সুতরাং খ্যাতি আপনাকে খুব হালকাভাবে বহন করতে হবে। কারণ এটি চিরস্থায়ী নয়। যদি কেউ মনে করেন, খ্যাতির উপরে ভিত্তি করে তার আশা-স্বপ্ন, ভবিষ্যৎ গড়বেন, তাহলে সে আকাশে দুর্গ তৈরি করছেন।

আরও পড়ুন

স্বাধীনচেতা শ্রুতি হাসান মাত্র ৬ বছর বয়সে গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রাখেন। ২০১১ সালে তেলেগু সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। পরের বছরই ‘থ্রি’ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। পরের গল্প সকলেরই জানা।  বর্তমানে শ্রুতির হাতে ‘সালার টু’, ‘কুলি’ সিনেমার কাজ রয়েছে। ‘সালার টু’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। এটি পরিচালনা করবেন প্রশান্ত নীল। তথ্যসূত্র : বম্বে টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

রামুতে লোকালয়ে মিললো ১৫ ফুট লম্বা অজগর, বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত

মঙ্গলবার জাতির উদ্দেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

নেত্রকোণায় বজ্রপাতে মৃত্যুর হার কমাতে হাওরে ৫০০ তালগাছ রোপণ

লালমনিরহাটে কালচারাল অফিসারের আপত্তিকর ছবি ভাইরাল

নাটোরের গুরুদাসপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবিকরা ভুয়া এনএসআই আটক