নওগাঁর পোরশায় ডেভিল হান্ট অভিযানে আ’লীগ নেতা আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় ডেভিল হান্ট অভিযান চালিয়ে নওগাঁর পোরশায় সাজ্জাদ সরকার (৪৬) নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তিনি উপজেলার নিতপুর ইউপির ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সারাধণ সম্পাদক ও নিতপুর বাঙ্গালপাড়া গ্রামের মৃত সামাদ সরকারের ছেলে।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, তার বিরুদ্ধে পোরশা থানায় নাশকতার মামলা রয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুনমন্তব্য করুন