বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দুই ক্লিনিকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে দুই ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়াই অপারেশন, অপরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অপরাধে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর সদরের কয়েকটি চিকিৎসা কেন্দ্রে (ক্লিনিক) অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বগুড়া-নাটোর মহাসড়ক সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় অনুমোদন ছাড়ায় পরিচালিত সেবা ক্লিনিকে অপারেশন কার্যক্রম করার অপরাধে প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দন্ডিত আইয়ুব আলী ওই ক্লিনিকের ম্যানেজার। এরপর নিউ মডেল ক্লিনিক এন্ড ডায়ানস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুনসেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স না থাকা, পর্যাপ্ত ডিউটি নার্স না থাকা, সার্জন ও এনেসথেসিয়াসহ চিকিৎসকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের অপরাধে ২৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দন্ডিত গৌতম কুমার সরকার নিউ মডেল ক্লিনিকের পরিচালক।
মন্তব্য করুন