ছোটখাট বিষয়ে তর্কে না জড়িয়ে আসুন দেশ গড়ি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সামনে অনেক কাজ। ছোটখাট বিষয় নিয়ে তর্কে না জড়িয়ে আসুন আমরা দেশ গড়ার কাজে এগিয়ে যাই। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউজে খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এদিন সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমানউল্লাহ আমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আমাদের কর্মকাণ্ডে যেন আর কোনো স্বৈরাচার অথবা যারা এদেশের ভালো চায় না তাদের কেউ সুযোগ না পায়, সেদিকে নজর রাখতে হবে। মনে রাখতে হবে, আমাদের দিকে দেশবাসী তাকিয়ে আছে। এজন্য বিএনপির প্রতিটি কর্মীকেই যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। থেমে থাকলে চলবে না।
সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমাদেরকে নজর দিতে হবে। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। এ কাজগুলো করতে হলে দেশের মধ্যে স্থিতাবস্থা আনতে হবে।
আরও পড়ুনতিনি বলেন, ‘প্রতিটি নেতাকর্মীকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলতে হবে। দায়িত্ব পাওয়ার পর প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সামনে এগিয়ে আসতে হবে। আপনার কাঁধে দেশের মানুষ দায়িত্ব অর্পণ করলে সে দায়িত্ব পালন করতে হবে যথাযথভাবে।’
আওয়ামী লীগ আমলে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিএনপি যে একটি গণতান্ত্রিক দল সেটি এই সম্মেলনের মধ্যদিয়েই প্রমাণিত।
মন্তব্য করুন