বগুড়ায় মেডিকেল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার : এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেয়া বন্ধসহ ৫ দফা দাবিতে বগুড়ায় ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরাও কর্মবিরতিতে আছেন।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহিদ জিয়াউর রহামান মেডিকেল কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক ঘুরে আবার কলেজ গেটে আসে। পরে সেখানে সমাবেশ করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ৫ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা আরও জানান, ৬ মাস বা ১ বছরের একটি প্রশিক্ষণ নিয়ে কেউ চিকিৎসক লিখে মানুষের সঙ্গে যেন প্রতারণা করতে না পারে সেজন্যই তাদের এ আন্দোলন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ চিকিৎসক লিখতে পারবে না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার, বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে হাসিনা সরকার ম্যাটসদের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেয়া শুরু করেছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেয়া অবিলম্বে বন্ধ করতে হবে।
এছাড়াও উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওভার দ্য কাউন্টার বা ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস বা বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরের কোনো ওষুধ বিক্রি করতে পারবে না। শিক্ষার্থীরা স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ করার আহবান জািনান। এছাড়াও আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে। প্রতিবছর ৪ থেকে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে। চিকিৎসকদের বিসিএস বয়সসীমা ৩৪ বছর করার দাবিও জানান তারা।
আরও পড়ুনআন্দোলনরত শিক্ষার্থীরা সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করা, ইতিমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করার দাবি জানান।
কর্মসূচি গুলোতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডা. মোঃ আল শাহরিয়ার খান আকাশ, ডাঃ তায়েবা তানজিন ইসলাম মৌনতা, ডা. উপমা হাসান প্রমুখ।
মন্তব্য করুন