ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি,ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। তবে, তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আরও সপ্তাহখানেক আগে! শোনা যাচ্ছে, আমেরিকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন নারগিস; বর্তমানে স্বামীকে নিয়ে হানিমুন উদযাপনে ব্যস্ত তিনি।বলিউড তারকাদের বিয়ে মানেই প্রচুর ঢাক-ঢোল পিটিয়ে আয়োজন।

একাধিক অনুষ্ঠানসহ থাকে নানা জাঁকজমক আয়োজনের, বিয়ে বাড়িতে বসে তারার হাঁট। কিন্তু নারগিসের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেল। বিয়ে তো হয়েছেই, এর ওপর তার খবর প্রকাশ্যেই আসল সপ্তাহখানেকের মাথায়। এ নিয়ে অবশ্য চর্চা হচ্ছে বিস্তর।

ভারতীয় গণমাধ্যমের খবর, আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন নারগিস। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে তাদের বিয়ের আসর। খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন তারা।এদিকে নারগিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে হানিমুনের ছবি শেয়ার করেছেন এবং টনির পোস্ট করা স্টোরিগুলোও শেয়ার করেছেন। 

এতে নিশ্চিত হওয়া যায়, তারা একসঙ্গেই রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন।‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’র মতো ছবির মাধ্যমে পরিচিতি পান নারগিস ফাখরি। কিন্তু ইন্ডাস্ট্রিজের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বেড়েছে অনেকদিন ধরেই। পাড়ি দিয়েছেন মার্কিন মুলুকে।

আরও পড়ুন

একটা সময় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। তারপর প্রায় পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সময় যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি।

পরে প্রেম ভাঙার পর সম্পর্কের কথা স্বীকার করেন নার্গিস। বলা বাহুল্য, বহুবার মন ভেঙেছে তার! এবার বিয়ে করে সংসারী হলেন নারগিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার নাস্তায় থাকুক মুচমুচে চিড়ার চপ

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো এপ্রিলে

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কিশোর নির্মাণ শ্রমিক নিহত 

বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

জিও ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোজ শ্রমিকের মৃত্যু

যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১