ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সবগুলো ইউনিটের উৎপাদন বন্ধ

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সবগুলো ইউনিটের উৎপাদন বন্ধ, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ থাকায় পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে কেন্দ্রটি থেকে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চলমান ১২৫ মেগাওয়াটের ১নং ইউনিটের বয়লারে লিকেজ হওয়ায় তা বন্ধ করে দিতে বাধ্য হন তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। 

জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১নং ও ২ নং ইউনিট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আর ৩নং ইউনিট ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। ২নং ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। ১নং ও ৩নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৫ ফেব্রুয়ারি ৩নং ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শুধুমাত্র চালু ছিল ১নং ইউনিটটি। সেই ইউনিটে বয়লারে লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে মঙ্গলবার বিকেলে ১নং ইউনিটটিও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কাউন্টার থেকে উৎপাদন শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা সিটি করপোরেশনের ২৩টি নাগরিক সেবা ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

মাংসের ঝাল ঝাল ভুনা খিচুড়ির রেসিপি

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে কঙ্কাল চুরি, দু’জন গ্রেফতার

স্যুটকেসভর্তি বিরল কাঁকড়া, ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরোবরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ২