ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে নৌ-রুটে ডাকাতির ঘটনায় একজন গ্রেফতার দুইদিনের রিমান্ডে

কুড়িগ্রামের চিলমারীতে নৌ-রুটে ডাকাতির ঘটনায় একজন গ্রেফতার দুইদিনের রিমান্ডে, প্রতীকী ছবি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ডাকাতির প্রস্তুতির সময় গাইবান্ধা সদরের কামারজানির বিস্তীর্ণ চরাঞ্চলে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত বাবলু মিয়া ওরফে বাবুলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি চিলমারী রাজিবপুর রুটে একাধিক ডাকাতির ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারের পর ডাকাতের বিরুদ্ধে আদালতের মাধ্যমে দুইদিনের রিমান্ড চেয়েছেন চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ি।

এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির। গতকাল সোমবার ভোরে গাইবান্ধা সদরের দক্ষিণ কামারজানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত বাবলু মিয়া (৫০) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী ধুবনী এলাকার ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, গতকাল সোমবার ভোরে গাইবান্ধা সদরের কামারজানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্প গাইবান্ধার সহায়তায় নৌ-পুলিশ অভিযান চালিয়ে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

আরও পড়ুন

প্রাথমিকভাবে চিলমারী-রাজিবপুর নৌ-রুটে ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে বলে নৌ-পুলিশ ফাঁড়ি জানিয়েছে। সম্প্রতি ৯ ফেব্রুয়ারি চিলমারী রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ডাকাতির ঘটনার সাথে আর কে কে জড়িত আছে, এ তথ্য নিতে ডাকাত বাবলুর বিরুদ্ধে আদালত থেকে দুইদিনের রিমান্ড নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে কারফিউ ভেঙে রাজপথে তরুণরা

নেপাল থেকে বিকেলেই দেশে ফিরছেন জামালরা

জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্য একটি বেপরোয়া পদক্ষেপ নিতে যাচ্ছে : আব্বাস আরাগচি

‘গুলিতে আবু সাঈদের মৃত্যু, সুরতহাল রিপোর্টে না দেখানোর জন্য হুমকি দেওয়া হয়’

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেফতার

সুষ্ঠু ভোট হলে ফলাফল যা-ই হোক মেনে নেব : ছাত্রদল সভাপতি