ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

বগুড়ার সোনাতলায় রাশেদ হত্যা মামলায় একজন গ্রেফতার 

বগুড়ার সোনাতলায় রাশেদ হত্যা মামলায় একজন গ্রেফতার। প্রতীকী ছবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য রাশেদুল ইসলাম রাশেদ হত্যা মামলায় গতকাল সোমবার রাতে পুলিশ সেলিম রেজা (৪৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে। স্থানীয় পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবীর লিংকন ও একই ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডাঃ এম এ হান্নান বাটালুসহ ২০ জনকে আসামি করে গত রোববার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য রাশেদুল ইসলাম রাশেদকে পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রাশেদ গুরুতর আহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাশেদ গত ১৪ ফেব্রুয়ারি মারা যায়। এ ঘটনায় নিহত রাশেদের মা ওজেনা বেগম বাদি হয়ে ২০ জনকে আসামি করে সোনাতলা থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার আসামিরা হলেন, পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবীর (৫৫), একই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মৃত আফাজ উদ্দিন সরকার বাবুর ছেলে জাহাঙ্গীর আলম জাকি (৫৮), পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হান্নান বাটালু (৫৫), আফাজ উদ্দিন সরকার বাবুর অপর ছেলে জাকিউল আলম জেলিস (৫৪), মিলনের পাড়া গ্রামের খাজা আবু বাছেরের ছেলে সেলিম রেজা (৪৮), পাকুল্লা মধ্যপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে আব্দুর রহমান ডিকে (২২), পাকুল্লা মধ্যপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে জিসান (২১), একই গ্রামের লিটনের ছেলে বাপ্পী (২০), ডাক্তার আব্দুল হান্নান বাটালুর ছেলে নূর মোক্তাদি রুনু (২৮), পুশু মিয়ার ছেলে হাসান (২২), মৃত টুকু সরকারের ছেলে রশিদুল সরকার (৫০) সহ ২০ জনকে আসামী করে সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আরও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে থানা পুলিশ উপজেলার মিলনের পাড়া গ্রামের আবু বাছেরের ছেলে সেলিম রেজাকে গ্রেফতার করে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেল হাজতে প্রেরণ করেছে।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী বলেন, স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকার কতিপয় ব্যক্তি তিনটি দলে বিভক্ত হয়। আর এ ঘটনার জের ধরে মারপিটের ঘটনা ঘটে। এতে করে যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ প্রতিপক্ষের মারপিটে প্রথমে আহত এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ বছর হাতের নখ কাটেনি ফুলবাড়ীর যুবক অরুণ   

ময়মনসিংহে আদিবাসীদের সাত দফা দাবি সংবাদ সম্মেলন

আত্রাই নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই মান্দায় ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ  

৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলের কবলে ফ্রান্স

রংপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

আমিরাত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের রাশিয়া সফর: পুতিনের সঙ্গে বৈঠক