ট্রেন দুর্ঘটনায় নিহত যুবককে দেখতে গিয়ে আহত ১

নিউজ ডেস্ক: ফরিদপুর সদরের বাইতুল আমান এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। ট্রেনটি রাজবাড়ী জেলা হয়ে ফরিদপুরের ওপর দিয়ে ভাঙ্গা যাচ্ছিল। এসময় কাটা পড়েন ওই যুবক।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনাটি দেখতে গিয়ে একই ট্রেনের যাত্রী মো. আফিফ আল আবির (২০) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। যুবকটি ট্রেনের দরজার সামনে গিয়ে ঘটনাস্থল ভালোভাবে দেখতে চাইলে পা পিছলে নিচে পড়ে আহত হন। আহত আফিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। নিহত ব্যক্তির পরিচয় জানতে এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
আরও পড়ুনএই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ট্রেন চলাচলের সময় সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মন্তব্য করুন