ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক:    মানিকগঞ্জের সাটুরিয়ায় পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে শরিফ মিয়া (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার (১৬ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার চর পাচুটিয়া গ্রামে।

শরিফ মিয়া সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরপাচুটিয়া গ্রামের হযরত মণ্ডলের ছেলে। তিনি সৌদি প্রবাসী। গত ২৪ জানুয়ারি তিনি দেশে আসেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে রাত ৩টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন

আট বছর আগে শরিফ মিয়ার সঙ্গে রুনা আক্তারের (২৫) বিয়ে হয়। বিয়ের পর কাজের জন্য সৌদি আরব যান শরীফ মিয়া। গত ২৪ জানুয়ারি সৌদি থেকে ছুটিতে বাড়ি আসেন তিনি। তাদের পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।


সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে শরিফ মিয়া আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার

ভারত-পাকিস্তান ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

চাঁদপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভারতকে পাল্টা জবাব দেওয়ার ‘পূর্ণ স্বাধীনতা’ পেল পাকিস্তান সশস্ত্র বাহিনী

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড