ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা; ইউপি সদস্য গ্রেপ্তার

আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা; ইউপি সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক:   গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিজয় বাড়ৈ (৫৫) ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও লেবুতলা গ্রামের বিমল বাড়ৈর ছেলে।

ওসি মো. খোরশেদ আলম বলেন, ‘‘আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় ইউপি সদস্য বিজয় বাড়ৈকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’’

আরও পড়ুন

মামলা সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা বাধে। সেখান থেকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি ১৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় এসআই রাব্বি মোরসালিন একটি মামলা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন রাবাদা

৭১’ পর ভারতের বিভিন্ন রাজ্যে এমন নিরাপত্তা মহড়ার নির্দেশ

 ময়মনসিংহে গ্রেফতার বাণিজ্যসহ নানা অভিযোগে ৬ থানার ওসিকে বদলি

 স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার করে পালিয়েছে বাদল

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার রাস্তায় জনস্রোত

ইন্টারের মাঠে আজ বার্সা’র ফাইনাল পরীক্ষা