বগুড়ার শেরপুরে খন্দকারটোলা মাজারে ওরশকে কেন্দ্র করে দুইপক্ষ মুখোমুখি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে খন্দকারটোলা শাহ-বন্দেগী (রহঃ) মাজারের ওরশ মাহফিলকে কেন্দ্র দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। একপক্ষ প্রতিবছরেই ন্যায় এবারো তারা ওরশ মাহফিল করবে, অপরদিকে মসজিদ মাদ্রাসা ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে ওরশ বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত দেয়া হয়েছে। তাদের দাবি ওরশের নামে এখানে সমাজ ও ইসলাম বিরোধী কোন কর্মকান্ড হতে দেয়া হবেনা।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকারটোলায় অবস্থিত শাহ-বন্দেগী (রহঃ) মাজার, মসজিদ ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটিকে উপেক্ষা করে ওরশ মাহফিলের নামে সমাজ ও ইসলাম বিরোধী কর্মকান্ডের আয়োজনের অপচেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গত ৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ওরশ আয়োজনের নামে মাইকিং ও লিফলেট বিলি করার সময় সময় কমিটির পক্ষ থেকে নিষেধ করতে গেলে তারা কমিটির লোকজনকে মারতে উদ্যত হয়।
খন্দকারটোলা শাহ-বন্দেগী (রহঃ) মসজিদ, মাদরাসা ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা এখানে ওরসের নামে সমাজ ও ইসলাম বিরোধী কর্মকান্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা তা বন্ধের জন্য প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিয়েছি।
আরও পড়ুনঅপরদিকে ওরস আয়োজনের পক্ষে ও নিরাপত্তা দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদনকারি হাজী ওসমান বলেন,এখানে প্রতিবছরই ওরস হয়। আমরা এবারো ওরস করবো তাই নিরাপত্তা ও অনুমতির জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছি। অনুমতি পেলে ওরস করা হবে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান সংঘর্ষ এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, দুই পক্ষের আবেদন পেয়েছি, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
মন্তব্য করুন