নীলফামারীর সৈয়দপুরে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : জুলাই-আগস্ট আন্দোলনে নাশকতার অভিযোগে থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুনকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত কাদিকোল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বেলা ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে হামলা চালানো হয়। এতে সৈয়দপুর শহরের দিনাজপুর মোড় থেকে পাঁচমাথা মোড়ে যাওয়ার পথে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের তমদ্দি প্রামানিকের ছেলে নুর ইসলাম পায়ে গুলিবিদ্ধ হন।
আরও পড়ুনএ ঘটনার প্রেক্ষিতে নুর ইসলাম বাদি হয়ে গত বছরের ৬ সেপ্টেম্বর ৬৩ জনের নাম উল্লেখ করে সৈয়দপুর থানায় একটি মামলা করেন। মনিরুজ্জামান জুন ওই মামলার এজাহারভুক্ত আসামি। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন মনিরুজ্জামান জুনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন