ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ইসি বৈঠকে বসছে ১৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে 

ইসি বৈঠকে বসছে ১৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে , ছবি: সংগৃহীত

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ (ইউএনডিপি) ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি জানায়, মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্যান্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ১৮ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে যৌথভাবে সভাটি অনুষ্ঠিত হবে। আমরা কোনো কিছু গোপন রাখতে চাই না। তাই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কী কী কাজ করছি, তা তাদের সামনে তুলে ধরা হবে।

সভায় ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, কোরিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতের অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া জাপান দূতাবাসের দুজন, সুইজারল্যান্ড দূতাবাসের দুজন, ব্রিটিশ হাইকমিশনের একজন, কানাডা হাইকমিশনের একজন, অস্ট্রেলিয়া হাইকমিশনের একজন, চায়না দূতাবাসের একজন, নেদারল্যান্ডস দূতাবাসের একজন ও ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।

 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 চাঁ‘নবাবগঞ্জে আদালত চত্বরে আ’লীগ নেতাদের উপর ডিম নিক্ষেপ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে  স্বামীর মৃত্যুদন্ড

সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে

বগুড়ায় যুবদল নেতা অতুলকে কুপিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা 

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় আহত আলমের মৃত্যু

২৯টি দলের অডিট রিপোর্ট জমা ইসিতে, সময় চেয়েছে ১০টি