সিরাজগঞ্জের কাটাখালি নদীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : কাটাখালি খাল পরিস্কার রাখি, দুষণ মুক্ত পরিবেশ গড়ি-এই স্লোগান নিয়ে কাটাখালি নদীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার সকালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে, এই কাটাখালি নদী সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়। সিরাজগঞ্জ স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
আরও পড়ুনপরে নদীর পাশে বৃক্ষরোপণ করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌর সভা আয়োজনে এই পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না প্রমুখ।
মন্তব্য করুন