পশ্চিম তীরে অন্তঃসত্ত্বা নারীসহ দুইজনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। রোববার (৯ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নূর শামস শরণার্থী শিবিরে চালানো অভিযানে দুই ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। তাদের একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
২৩ বছর বয়সী ওই নারীর নাম সানদোস জামাল মুহাম্মাদ শালাবি। ইসরায়েলি সেনারা শিবিরে একটি ফিলিস্তিনি পরিবারের ওপর গুলি চালায়, এতে সানদোস নিহত হন এবং তার স্বামী গুরুতর আহত হন। ইসরায়েলি বাহিনী আহত দম্পতিকে হাসপাতালে নিতে বাধা দেওয়ায় চিকিৎসকরা সানদোসের অনাগত শিশুটিকেও বাঁচাতে পারেননি। এক পৃথক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ২১ বছর বয়সী রহাফ ফুয়াদ আব্দুল্লাহ আল-আশকারকেও তার বাড়িতে হত্যা করেছে।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানায়, রবিবার ভোরে পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলের নূর শামস শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এসময় তারা ভারী অস্ত্রশস্ত্র ও বুলডোজার ব্যবহার করে এবং ডজনখানেক বাড়িতে অভিযান চালায়। এসময় নজরদারির বিমানগুলো খুব নিচ দিয়ে উড়ে যায় এবং হামলা চালায়। স্থানীয়রা আল জাজিরা আরবিকে জানিয়েছে,তারা প্রচণ্ড গুলি ও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছে।
আরও পড়ুনইসরায়েলি বাহিনী বলছে, তারা ওই শরণার্থীশিবিরে ‘ধ্বংসাত্মক কার্যকলাপে’ জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ওই এলাকায় জারি করা হয়েছে কারফিউ। অধিকৃত পশ্চিম তীরের উত্তরে জেনিন, তুলকারেম ও তুবাসের ফারা এলাকায় থাকা শরণার্থীশিবিরগুলোতে কয়েক সপ্তাহ ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই ধারাবাহিকতায় নুর শামস এলাকায় শরনার্থীশিবিরেও অভিযান চালানো হয়েছে। তবে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের তুলকারেম ব্যাটেলিয়ন জানায়, নুর শামস এলাকায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে। গাজায় গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। খবর : আল জাজিরা ।
মন্তব্য করুন