ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মাদারীপুরে ভুট্টা ক্ষেতে পড়েছিল ভ্যানচালকের গলাকাটা মরদেহ

মাদারীপুরে ভুট্টা ক্ষেতে পড়েছিল ভ্যানচালকের গলাকাটা মরদেহ

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মিজান কাজী (২০) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড় সংলগ্ন একটি ইটের ভাটার পাশের ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।

নিহত মিজান উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা এলাকার লাভলু কাজীর ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিল।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় ভ্যানচালক মিজান। এরপর আর বাড়ি ফিরেনি। শুক্রবার সকালে প্রতিবেশি এলাকার ইটের ভাটার সাথে একটি ভুট্টা ক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

আরও পড়ুন

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়ার পর নিখোঁজ থাকে। মিজানের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এর পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে কাদিরপুর ইউনিয়নের ভুট্টা ক্ষেতের মধ্যে গলাকাটা লাশ পাওয়া যায়।’

নিহতের মা মলিনা বেগম বলেন,'আমার ছেলেটা ভ্যান চালায়। সন্ধ্যার পরে যাত্রী নিয়া কাঁঠালবাড়ী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আইলো না আমার ছেলে।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ

জয়পুরহাটের ক্ষেতলালে দুই শিক্ষক ১১ মাস থেকে বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন 

সাম্প্রতিক সময়ের দর্শকপ্রিয় চার সিনেমায় আলোচিত নার্গিস

বগুড়া দুপচাঁচিয়ায় এক কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

তাদের চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ: ফয়জুল করীম

বগুড়ার সোনাতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১