ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

বগুড়া শহরের চারমাথায় সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়া শহরের চারমাথায় সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ বিভাগের স্টেট অফিসার ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল লতিফ খাঁন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় সাসেক-২ সড়ক সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক মো. আহসান হাবীব, সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সড়ক বিভাগের এস ডি সুলতানা খানম, সাসেক প্রকল্পের এস ডি মো. কামাল পাশাসহ সড়ক ও সাসেক প্রকল্পের কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ কালে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বগুড়া সড়ক বিভাগ সূত্রে জানা গেছে অবৈধ স্থাপনা উচ্ছেদে ওই এলাকায় মাইকিং করা হয়েছে আগেই তাদেরকে উচ্ছেদ অভিযানের ব্যাপারটি জানান হয়েছিলো। এর পর অভিযান পরিচালনা করা হলো। এদিকে চারমাথা এলাকার উচ্ছেদ অভিযানের মত মাটিডালী বিমান মোড়েও অভিযান চালানোর আহবান জানিয়েছেন শহরবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি