ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

‘গোলাপ’ নিয়ে আসছেন পরীমনি

‘গোলাপ’ নিয়ে আসছেন পরীমনি, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমনি। নতুন বছরের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবির নাম ‘গোলাপ’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। তার বিপরীতেই ছবিটিতে রূপা চরিত্রে হাজির হবেন পরীমনি। গত ৩১ জানুয়ারি রাতে পরীমনি খবরটি নিশ্চিত করেছেন।

ছবির পরিচালক সামছুল হুদাও জানান, পরীর সঙ্গে সিনেমাটি নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সামছুল হুদা আগেই নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন। তবে নায়িকার নাম তখন প্রকাশ করেননি। অবশেষে নিশ্চিত হওয়া গেল নিরবের বিপরীতে থাকছেন পরীমনি। গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন পরীমনি। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরীমনি বলেন, ‘অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমায় কাজ করার সুযোগ অনেক দিন ধরেই পাচ্ছিলাম না। ‘গোলাপ’-এর চিত্রনাট্য শোনার পর আমার চরিত্রটি ভালো লেগেছে। গল্পে নাচ, প্রেম, ফাইট-সব কিছুই আছে। সবচেয়ে বড় কথা, গল্পের মোড় পরিবর্তনের অনেক চমক আছে, যা দর্শকদের আকৃষ্ট করবে।’

পরিচালক সামছুল হুদা জানান, গল্পের প্রাথমিক কাঠামো দাঁড়ানোর পর থেকেই মনে হয়েছিল রূপা চরিত্রের জন্য পরীমনিই উপযুক্ত। তাই তাকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ করার অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি রাজি হয়েছেন এবং সিনেমার টিম তাকে পেয়ে আনন্দিত।
সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রডাকশন-এর ব্যানারে নির্মিতব্য সিনেমাটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষ দিকে।

আরও পড়ুন

এদিকে, পরীমনি সম্প্রতি শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেজা ঘটক, যেখানে পরীমনির সহশিল্পী হিসেবে আছেন সায়মন সাদিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

পিটিয়ে কৃষক হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা

আজ এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

চকরিয়ায় পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত 

আজ ব্যাংক ও শেয়ারবাজার খোলা

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে আগুনে তিন শিশুসহ পাঁচজন দগ্ধ