ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

জামায়াত নেতা হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদ’কে জেলগেটে জিজ্ঞাসাবাদ

জামায়াত নেতা হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদ’কে জেলগেটে জিজ্ঞাসাবাদ, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: জামায়াত নেতা তারেক হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন।এর আগে মেহেরপুর জেলা কারাগার থেকে সকালে আসামি হিসেবে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেয়া হয়।

মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে বিজ্ঞ আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করে মেহেরপুর জেলগেটে জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন।এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার (২৯ জানুয়ারি) রাতে প্রিজনভ্যানে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে নেয়া হয়। ফরহাদ হোসেন দোদুলকে মেহেরপুর নেয়ার খবরে এলাকার অনেক উৎসুক মানুষ সড়কে বেরিয়ে আসেন। জেলা কারাগারের সামনেও কিছু মানুষ ভিড় করেন।

আগে থেকেই পুরো শহর এবং কারাগার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল। ফলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।জানা যায়, গত ৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। এ ছাড়াও জামায়াত নেতা তারিক হত্যার অভিযোগে ফরহাদ হোসেনকে আসামি করে নিহতের ভাই তাওফিকুল ইসলাম ওপর মামলাটি করেন। মামলা দুটির আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেনকে মেহেরপুরে নিয়ে আসে জেলা পুলিশ। আসামিপক্ষের আইনজীবী ছিলেন: অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।

আরও পড়ুন

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর আত্মগোপনে যান ফরহাদ হোসেন। গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় তাকে আটক করে র‌্যাব। তার নামে রাজধানীতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জুলাই জবিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী

গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এনসিপির

বগুড়ায় বউ-শাশুড়ীকে জবাই করে খুন

শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘চুপিচুপি’ উইনার্স মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প

দেশে ফিরেই কয়েক ঘন্টা বিশ্রাম শেষে স্টেজ শো’তে লিজা