চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদীর ৬নং বামতীর সংরক্ষণ বাঁধ এলাকা থেকে আবু রায়হান শাহীন (১৮) নামে এক যুবকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতেররশিয়া গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এলাকাবাসী প্রথমে মরদেহ দেখতে পায়। পরে দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, গত শনিবার বেলা ২টার পর বাড়ি থেকে নিখোঁজ হয় শাহীন। গতকাল সোমবার সকালে পদ্মায় ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়।
আরও পড়ুনপরিবারের বরাতে ওসি আরও বলেন, শাহীন মানসিক সমস্যাগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পদ্মার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন