ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

রংপুর বিভাগের ৪০ অদম্য নারীকে সম্মাননা প্রদান

রংপুর বিভাগের ৪০ অদম্য নারীকে সম্মাননা প্রদান। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সংগ্রামী ও সফল নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণীত করার লক্ষ্যে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কর্মসূচির আওতায় রংপুর বিভাগের ৪০ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রংপুর পর্যটন মোটেল মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন প্রমুখ।

আরও পড়ুন

উল্লেখ্য, অনুষ্ঠানে রংপুর বিভাগের ৪০ জন অদম্য নারীর মধ্য থেকে পাঁচজনকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়। শ্রেষ্ঠ অদম্য নির্বাচিত নারীরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে মাছুমা খানম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে মোছা. ফারহানা বিনতে আলম, সফল জননী ক্যাটাগরিতে মেরিনা বেসরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু ক্যাটাগরিতে হোসনে আরা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে এড. আঞ্জুমান আরা শাপলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন ফরম নিয়েছেন ছাত্রদল নেতারা, প্যানেলে পদ ঠিক করবেন তারেক রহমান

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া জাকারিয়া শিবিরের প্যানেলে

সীমানা পুনর্র্নিধারণে ইসির শুনানি শুরু ২৪ আগস্ট

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে সর্ব মিত্র চাকমা

ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা : ভিপি বিন ইয়ামিন-জিএস সাবিনা

বগুড়ায় সন্ধ্যায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, রাতে ট্রাক দূর্ঘটনা : নিহত এক আহত এক