ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুড়িগ্রামের চিলমারীতে অসময়ে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পে ভাঙন

কুড়িগ্রামের চিলমারীতে অসময়ে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পে ভাঙন। ছবি : দৈনিক করতোয়া

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে অসময়ে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের পিচিংয়ের নিচে ব্লকডাম্পিংয়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে নদীপাড়ের মানুষ। উপজেলার ফকিরেরহাট জকরিটারী এলাকায় ডানতীর পিচিংয়ের নিচে ডাম্পিং করা স্থানে দুই জায়গায় প্রায় ৩শ’ মিটার এলাকা ভেঙে গেছে। দুই সপ্তাহের মাথায় দুই জায়গায় ভাঙনকে ঘিরে ওই এলাকার মানুষের মাঝে আতঙ্ক দেখা দিলেও কর্তৃপক্ষের সাড়া নেই বলে তাদের অভিযোগ।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদের কড়াল গ্রাস থেকে চিলমারীকে রক্ষার জন্য ডানতীর রক্ষা প্রকল্পের মাধ্যমে নদের ডানতীর ও পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রাস্তাটি ব্লকপিচিং করা হয়। প্রকল্পের আওতায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকা থেকে রমনা ইউনিয়নের জোড়গাছ হাট পর্যন্ত এলাকার কাজ কয়েক ধাপে সম্পন্ন করা হয়। পরবর্তীতে কয়েক দফা পিচিংয়ে ধস দেখা দিলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে তা মেরামত করা হয়।

উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট ঘাটের দক্ষিণে জকরিটারী এলাকায় ব্লক পিচিংয়ের নিচে গত রোববার প্রায় দেড়শ’ মিটার জায়গা নদীতে ভেঙে যায়। দুই সপ্তাহ আগে তার উত্তরে প্রায় দেড়শ’ মিটার জায়গা ভাঙাসহ দুই স্থানে প্রায় ৩শ’ মিটার জায়গায় ভাঙন দেখা দেয়।

অপরদিকে গত একমাস আগে উপজেলার রমনাঘাট (চিলমারী নৌ-বন্দর) থেকে দক্ষিণে সোনারীপাড়া এলাকার দৌলামিয়ার বাড়ি থেকে টোনগ্রাম জামে মসজিদ পর্যন্ত প্রায় ৪শ’ মিটার এলাকায় ডানতীর ব্লক পিচিংয়ের নিচে ডাম্পির করা ব্লকে ধস দেখা দিয়েছিল। এক মাসের ব্যবধানে তিন জায়গায় পিচিংব্লকে ভাঙন দেখা দেয়ায় চরমভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী ভাঙনের শিকার হওয়া নদী তীরবর্তী এলাকার মানুষ।

আরও পড়ুন

সরেজমিনে গত রোববার বিকেলে ফকিরেরহাট জকরিটারী এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে প্রায় দেড়শ’ মিটার জায়গা ব্লকসহ নদীতে ভেঙে গেছে। তার ঠিক ২শ’ ফুট উত্তরে দুই সপ্তাহ আগে আরও দেড়শ’ মিটার নদীতে ভেঙে যায়। এসময় ওই এলাকার আব্দুল মজিদ, আব্দুল আজিজ, মজির উদ্দিন, গয়ছুদ্দিন ও নাসির মাস্টারসহ অনেকেই বলেন, দুই সপ্তাহ আগে একদিন রাত ২টার দিকে নদী ভাঙনের শব্দ শুনে বের হয়ে দেখি ব্লকপিচিংসহ মাটি নদীতে ভেঙে যাচ্ছে। রোববার দিনের বেলায় একইভাবে পাশে আবার ভাঙন দেখা দেয়। ভাঙন দেখা দেয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের কোন পদক্ষেপ দেখা যায়নি।

বর্তমানে এটি সংস্কারের উদ্যোগ না নিলে চৈত্রি মাসের ঢলে ডানতীর রক্ষা প্রকল্প ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদের বলেন, উপ-সহকারী প্রকৌশলীকে ভাঙন কবলিত জায়গায় পাঠিয়ে বিষয়টি অতিদ্রুত খোঁজ নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডাকাতি হওয়া ৭ হাজার ৪শ’ লিটার পাম তেলসহ ট্রাক উদ্ধার

শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলশিক্ষক নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেফতার ৬

বগুড়ায় শ্রমিক দলের কার্যালয়ে হামলার মামলায় ডা. মিল্লাতকে কারাগারে প্রেরণ

নওগাঁর আত্রাইয়ে মাদকসহ যুবক গ্রেফতার