নাটোরে ফায়ার সার্ভিস তৎপরতায় রক্ষা পেল বিড়ালের জীবন

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় কুকুরে তাড়া খেয়ে একটি মেহগনি গাছের মগডালে আশ্রয় একটি বিড়াল। এতে ওই বিড়ালকে উদ্ধারে তৎপর হয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মীরা। অবশেষে তাদের এক ঘণ্টা চেষ্টার পর রক্ষা পায় বিড়ালটির জীবন। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের পল্লী ভবনের সামনের একটি মেহগনি গাছ থেকে বিড়ালটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত রোববার সকাল ৮টার দিকে একটি কুকুর তাড়া করলে ভয়ে ওই গাছের মাথায় উঠে পড়ে বিড়ালটি। এরপর থেকে ২৪ ঘণ্টা পার হলেও ভয়ে বিড়ালটি গাছ থেকে নামতে পারেনি। বিষয়টি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমারের নজরে আসে। তিনি সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজকে জানালে, শীতে এবং কুয়াশায় বিড়ালটির কষ্ট হচ্ছে ভেবে ফায়ার সার্ভিসে খবর দেন।
আরও পড়ুনবাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় প্রায় ৫০ ফুট উচ্চতার একটি গাছ থেকে বিড়ালটিকে জীবিত উদ্ধার করা হয়। পাশাপাশি বিড়ালটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন