গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ( গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের চারদিন পর সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রাম থেকে লাশ উদ্ধারের ঘটনা ঘটে। সবুজ মিয়া ওই গ্রামের জহরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সবুজ মিয়া শারীরিক প্রতিবন্ধী। চারদিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন মাইকিং করাসহ অনেক খোঁজাখুঁজির করেও তার সন্ধান পাননি। এই অবস্থায় সোমবার সকালে একই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে তার ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আরও পড়ুনইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বংশগতভাবে তারা পরিবারের কয়েকজন প্রতিবন্ধী। এর আগে যুবক সবুজ মিয়ার মা আগুনে পুড়ে মারা গেছেন। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন