ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ‘ক্যাম্পাসের জন্য বিদ্রোহ’ কর্মসূচি নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে টানা অষ্টম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জনতাও অংশগ্রহণ করেছেন।

আজ সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজগঞ্জের শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীসহ ছাত্র-জনতা এ বিক্ষোভ পালন করেন। অবরোধের কারণে দু’পাশে যাত্রী ও পণ্যবাহী হাজার হাজার যানবাহন আটকে যায়। এতে দুর্ভোগে পড়ে যাত্রী ও চালকরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদার বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সকল শিক্ষক-কর্মচারীও স্মারকলিপি প্রদান করেছে। ক্লাস ও পরীক্ষা বর্জন করে ৮দিন যাবত আন্দোলনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, আমাদের ৯ হাজার ২শ’ কোটি টাকার প্রজেক্ট ছিল সেটা কমিয়ে ৬শ’ কোটি টাকায় নামিয়ে এনেছি। আমি ইউজিসিকে বলেছি, হয় ক্যাম্পাস নির্মাণে টাকা দেন নইলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, ছাত্রদের আন্দোলনের কারণে শাহজাদপুর থেকে সকল যানবাহন চলাচল বন্ধ ছিল। বিসিক বাসস্ট্যান্ডের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার ৬ বিভাগে বৃষ্টির আভাস, কমবে গরম

নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে ধান কাটামাড়াইয়ে ব্যস্ত কৃষান কৃষাণীরা

বগুড়ার ধুনট থানার পাশেই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

পাবনার চাটমোহরে আমগাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুর ইসরাইলের 

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার