ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

সকল গণহত্যার বিচার করতে হবে : মাওলানা রফিকুল ইসলাম খান

সকল গণহত্যার বিচার করতে হবে : মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি : দৈনিক করতোয়া

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ আওয়ামী লীগের আমলে ২ কোটি ভুয়া ভোটার করা হয়েছে। এই সকল ভোটার বাতিল করতে হবে। ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। আর জোড়াতালির ভোটার তালিকা দিয়ে নির্বাচন হবে না।

নতুন করে ভোটার তালিকা করে ফ্রি ফেয়ার ইলেকশন দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সংগ্রামী মানুষ জীবন দিয়েছে নতুন করে ফ্যাসিবাদি শাসন দেখার জন্য নয়। ২০০৮ সালে ছিল সাজানো নির্বাচন, ২০১৪ বিনা ভোটে, ২০১৮ সালে রাতের ভোটে এবং ২০২৪ সালে ডামি নির্বাচনে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এই সরকার কে বলবো বাজারে সকল ধরনের সিন্ডিকেট ভাঙ্গতে হবে।

যে জনগণ ভারতীয় আধিপত্যবাদকে বিদায় করেছে। সরকারকে বলবো, আপনারা না পারলে সিন্ডিকেট কারা করছে, জনগণের হাতে সোপর্দ করুন। তারাই সিন্ডিকেট ভেঙে দেবে। দেশটা কারো বাপের না। দেশটা কোনো দলের না। এই দেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না।

আরও পড়ুন

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে নিমগাছী অনার্স কলেজ মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মূর্তজার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর  অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, তাড়াশ উপজেলা জামায়াতের আমীর গোলাম সাকলায়েন ও সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম।

রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. এম মনসুর আলীর যৌথ সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দীন, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কাজিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলন, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি সোলায়মান হোসেন, সলঙ্গা থানা জামায়াতের সাবেক আমীর হোসাইন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সিরাজগঞ্জ শহর শিবিরের সাবেক সভাপতি তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ শহর শিবিরের সভাপতি শামীম রেজা, জেলা ছাত্রশিবিরের সভাপতি আলহাজ উদ্দীন, সেক্রেটারি আব্দুল আজীজ প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ

 একতরফা ভালোবেসে গায়ে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা