ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ

নাটোরের বাগাতিপাড়ার মিঠু সরকারি খরচে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন

নাটোরের বাগাতিপাড়ার মিঠু সরকারি খরচে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন। ছবি : দৈনিক করতোয়া

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত নাটোরের বাগাতিপাড়ার আব্দুল্লাহ আল বাকী মিঠুর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। উন্নত চিকিৎসায় মিঠু সিঙ্গাপুরে যাত্রা করেছে।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিঠু সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। মিঠু উপজেলার হাটগোবিন্দপুর এলাকার কৃষক আব্দুল খালেক ও জুলেখা খাতুন দম্পতির ছেলে।

মিঠুর পরিবারের সদস্যরা জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে মিঠুর চোখের চিকিৎসা করানো হবে। বাংলাদেশ সরকার তার এই চিকিৎসার ব্যয়ভার বহন করছে। আব্দুল্লাহ আল বাকী মিঠু গত ৪ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জের বেলকুচি থানার কেজির মোড় এলাকায় চোখ-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন।

আরও পড়ুন

গুলিতে তিনি বাম চোখের দৃষ্টি হারান। জাতীয় চক্ষু হাসপাতালে তার চোখে দুই দফা অস্ত্রোপচার করা হলেও কোন লাভ হয়নি। শরীরের বিভিন্ন অংশের আটটি বুলেট এখনো রয়ে গেছে। তিনি আরও জানান, গুলিবিদ্ধ হওয়ার পর মৃত ভেবে লাশের সঙ্গে ফেলে রাখা হয় তাকে। পরে চেতনা ফিরলে চিকিৎসকরা তার চিকিৎসা দেন।

তিনি জানান, ২০১৫ সালে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে মেডিকেল রেডিওলজি বিভাগে পাস করেন। এক বছর ধরে সিরাজগঞ্জের বেতিল বাসস্ট্যান্ড এলাকার ড্যাফোডিল ইন স্পেশালিস্ট হাসপাতালে সিটিস্ক্যান করার চাকরি করতেন। দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকায় তিনি চাকরি হারিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বাস রাখুন, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই : ঋতুপর্ণা

টাঙ্গাইলের বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ঐতিহাসিক ও রেকর্ড জয়ে সমতা ফেরাল ভারত

ইয়েমেনে বিমান হামলা চালালো ইসরায়েল

বিচার ও সংস্কার করে নির্বাচন হতে হবে : নাহিদ ইসলাম 

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত