ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

বাংলাদেশে অন্যায়ভাবে যত মানুষকে খুন করা হয়েছে তার প্রত্যেকটির বিচার চাই : কুড়িগ্রামে কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান

বাংলাদেশে অন্যায়ভাবে যত মানুষকে খুন করা হয়েছে তার প্রত্যেকটির বিচার চাই : কুড়িগ্রামে কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান

কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : আওয়ামীলীগ দেশের ১৮ কোটি মানুষের উপর জুলুম করেছে। মানুষ খুন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। ফ্যাসিস্টরা যেন পূণরায় ফিরে না আসে এবং আমরা যেন তাদের আশ্রয়-প্রশয় না দেই। বাংলাদেশে অন্যায়ভাবে যত মানুষকে খুন করা হয়েছে তার প্রত্যেকটির বিচার চাই।

আওয়ামীলীগ নিরিহ মানুষকে হত্যা করেছে। সেই লাশের উপর পৈশাচিক নৃত্য করেছিল। আওয়ামীলীগ খুনি হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ খুনি নয় তারা দেশপ্রেমিক। ‘২৬ লক্ষ কোঠি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। যদি এটাই তাদের দেশ হতো তাহলে দেশের টাকা বিদেশে চুরি করে! পাচার করে পাঠাতো না। এটা ছিল তাদের জমিদারী। এখান থেকে খাজনা আদায় করবে আর দেশের টাকা বিদেশে পাচার করবে।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, আমাদেরকে দেশের হেকমতের দায়িত্ব দিলে জনগনের প্রয়োজনীতা বিবেচনায় সুষম বন্টন নিশ্চিত করা হবে। কুড়িগ্রামসহ দেশের অনগ্রসর জেলাগুলোর জন্য সমবন্টন নিশ্চিত করা হবে। প্রয়োজনে পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য আলাদা বরাদ্দের ব্যবস্থা করা হবে।

‘কুড়িগ্রাম একটা সীমান্তবর্তী জেলা। একটা মানুষ অসুস্থ হলে ভালো একটা চিকিৎসা পাবে তার কোন ব্যবস্থা নাই। আজকে বহু জেলার মধ্যে একটি জেলায় কৃষি ইউনিভার্সিটি, একটি মেডিকেল কলেজ, একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সবকিছু আছে আরেক জেলায় কিছুই নাই। এটা কোন ধরণের ইনসাফ!। জুলাই আন্দোলনে শহিদ আবু সাঈদের প্রসঙ্গ তিনি বলেন, ‘দীর্ঘ সাড়ে ১৫ বছরে ফেসিজমকে বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে স্থান করে নিয়েছে।

আবু সাঈদ এখন আমাদের বিপ্লবের আইকন। আমাদের নেতা, আমাদের সিপাহসালার। আমাদের বীর সেনাপতি। তিনি বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর তান্ডব চালিয়ে ঢাকার পল্টন ক্রসিং-এ ৬জন নিরিহ মানুষকে হত্যা করা হয়েছিল। নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা পৈশাচিক নৃত্য করেছিল।

২০১০ সালের তৎকালিন আমীরে জামায়াত সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তৎকালিন সেক্রেটারী জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে। তার পরের মাসে আরো দুজন সহকারি সেক্রেটারী জেনারেল কামরুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে গ্রেপ্তার করে। তাদেরকে সাজা দেওয়ার জন্য শাহবাগে আন্দোলন ঘোষণা করে।’

নির্যাতিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘১৫ বছর যারা যাদের কর্মীরা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ঘরছাড়া বাড়ি ছাড়া হয়েছেন বিভিন্নভাবে কষ্টভোগ করেছেন অসংখ্য মামলায় দফায় দফায় জেলে গিয়েছেন রিমান্ডে নির্যাতিত হয়েছেন, তাদের কাছে হাত জোড় করে বিনয়ের সাথে অনুরোধ করবো এমন কোন হঠকারী কাজ যেন আমরা না করি যার কারণে আমাদের জাতীয় কোন সমস্যা হয়। আমরা যেন কেউ চুরি চামারি না করি। চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি।

আরও পড়ুন

পিলখানায় বিডিআর হত্যাকান্ড সম্পর্কে তিনি বলেন, ‘চর বড়াইবাড়িতে যে যুদ্ধটা আপনারা রাতের অন্ধকারে করে যে শিক্ষাটা দিয়েছিলেন, সেই শিক্ষার প্রতিশোধ নেয়া হয়েছিল বিডিআরের পিলখানায়। সেতো আপনাদের গর্বিত ইতিহাস। এখনো চকচক করছে।’

তিনি আরও বলেন, আমাদের লোকেরা চাঁদাবাজি করে নাই। দখল বাণিজ্য করে নাই। মামলা বাণিজ্য করে নাই। শত শত নিরিহ মামলায় মানুষকে মামলায় ঢুকিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করে নাই। ঘুষের ভাগাভাগি করে নাই। আমরা জানি এটা হারাম।

দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্য পরিষদের সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন, অধ্যাপক আজিজুর রহমান স্বপন প্রমুখ।

কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ছাড়াও জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন। সম্মেলন শেষে প্রধান অতিথি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান নাগেশ্বরী উপজেলার রামখানায় ফেলানী বাড়ীতে যান।

সম্মেলন উপলক্ষে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে জেলার ৯টি উপজেলা থেকে মিছিল সহকারে হাজার হাজার কর্মী সমর্থকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাবেশস্থলে সমবেত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বগুড়ার সোনাতলায় কৃষকলীগ নেতা মতিন গ্রেফতার