গোপালগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ইউসুফ খান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ খান সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পূর্বপাড়া গ্রামের ফারুক খানের ছেলে।
গোপালগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির টিএসআই মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে ইউসুফ খান তার অপর এক সঙ্গীকে সাথে নিয়ে জেলা সদর থেকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পূর্বপাড়া গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলটি হরিদাসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শহরমুখী ব্যাটারি চালিত একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়।
আরও পড়ুনএতে মোটরসাইকেলের দুই আরোহী ও ইজিবাইকের ৩ জন আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে মোটরসাইকেল চালক ইউসুফকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফতাফ জিলানী বলেন, “রাতে সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ইউসুফ খানকে আমরা মৃত অবস্থায় পাই। বাকী আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
মন্তব্য করুন