খাগড়াছড়িতে পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ১৭

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে পিকনিক বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটেছে, যার ফলে বাসে থাকা অন্তত ১৭ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৪জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শান্তি পরিবহনের বাসে করে খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলের শিক্ষকরা পারিবারিক পিকনিকে অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি খালি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
আরও পড়ুনএ ঘটনায় বাসে থাকা ১৭ জন যাত্রী আহত হন। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ট্রাকের চালক ঘটনার পরপরই পালিয়ে যায়।
মন্তব্য করুন